Home Scroll ফের বিস্ফোরণের শব্দ শ্রীনগরে

ফের বিস্ফোরণের শব্দ শ্রীনগরে

0

ওয়েব ডেস্ক: শনিবার সকাল থেকেই ফের উত্তপ্ত পরিস্থিতি। শ্রীনগর (Srinagar) ও লাগোয়া এলাকাগুলিতে একাধিক বিস্ফোরণের জোরালো আওয়াজ পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, একেবারেই হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। তাঁরা সারফেস টু এয়ার মিসাইল তৈরি রেখেছে। অবস্থা বেগতিক দেখলি পাল্টা আক্রমণ করবে ভারতীয় সেনা।

জানা গিয়েছে, পুঞ্জ এবং রাজৌরি থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। পাশাপাশি, পাঠানকোট থেকেও জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: ৩০টিরও বেশি বিমানবন্দর আপাতত করা হল বন্ধ

উল্লেখ্য, গতকালই পাক হামলার জেরে মৃত্যু হয়েছিল এক সরকারি আধিকারিকের। হামলায় নিহত হয়েছেন রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনা। পাকিস্তানের গুলিতে মৃত্যু হয় রাজ কুমার থাপা নামের ওই আধিকারিকের। ওই ঘটনায় আহত হয়েছে আরও ৩।

দেখুন আরও খবর: